মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় নিখোঁজের তিনদিন পর জেলের মরদেহ উদ্ধার

মোংলা প্রতিনিধি

নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে বশির শেখের সন্ধান ৩ দিন পর মিলেছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মোংলার কানাইনগর এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার পশুর নদীর হাড়বারিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বশির শেখ। তিনি চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ তৈয়ব আলি শেখের ছেলে।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সকালে কানাইনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পায়। উদ্ধার হওয়া লাশ নিখোঁজ জেলের কিনা, তা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন