মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে মটরসাইকেল দুর্ঘটনায় পি সি কলেজের ছাত্র নিহত

ফকিরহাট প্রতিনিধি

খুলনায় সড়ক দুর্ঘটনায় চয়ন দেবনাথ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। নিহত চয়ন বাগেরহাটের খানপুর এলাকার চিন্ময় দেবনাথের ছেলে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চয়ন দেবনাথসহ দু’জন একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে খুলনায় যাচ্ছিলেন। এ সময়ে পিছন থেকে আসা দ্রুতগামী একটি অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময়ে চয়ন দেবনাথকে বহনকারী মোটরসাইকেলের সকলে গুরুতর আহত হন।

চয়ন দেবনাথের অবস্থা গুরুতর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ বিষয়টি নিশ্চত করে বলেন,
মটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন