মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সভাপতি বিএনপি নেতা খলিলুর রহমানের মৃত্যু

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান (৬৫) আর নেই।

২০ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ঃ ৩০মিনিটে খুলনার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দীর্ঘ দিন ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনার আদদ্বীন মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউতে থাকাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড.শেখ ফরিদুল ইসলাম সহ মোংলা পৌর ও থানা বিএনপি শোক জানিয়ে তার তার পরিবারের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেছেন।
আজ শুক্রবার বাদজুম্মা মোংলা বিএলএস জামে মসজিদে জানাযার নামাজ শেষে তাকে মোংলা কবস্থানে সমাহিত করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসন্তান এক কন্যা সন্তনসহ বহু শুভাকাঙ্খি রেখে গেছেন। তার মুত্যুতে মোংলার রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষ ও শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন