মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে অচেতন করে ২০ লাখ টাকার মালামাল লুট : দু’জন হাসপাতা‌লে

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটের বেতাগা বাজার এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি ডাক্তারের বাড়ীতে চেতনাশক ঔষুধ খাইয়ে ২১ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ২০লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুবৃর্ত্তরা। এসময় অচেতন অবস্থায় ওই বাড়ির ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ (৩৫) ও তার স্ত্রী চন্দনা রানী বৌদ্ধকে (২৫) উদ্ধার করে খুমেকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে বেতাগা বাজারের অবসরপ্রাপ্ত কমিউনিটি ক্লনিকের ডাক্তার সুরেশ কুমার দাশের বাড়ীতে এ ঘটনা ঘটে। মডেল থানা পুলিশ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ডাক্তার সুরেশ কুমার দাশের স্ত্রী রানী দাশ জানান, তার স্বামী বাড়িতে না থাকায় তিনি ও তার ভাড়াটিয়ারা রাত সাড়ে ১১টার সময় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে তিনি দেখতে পান দু’পাশের দু’টি জালানার গ্রিল ভাঙ্গা এবং সমস্ত ঘরের মালামাল তছনছ করা। তিনি অন্যরুমে থাকা ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ ও তার স্ত্রী চন্দনা রানী বৌদ্ধকে ডাক দিলে কোন সাড়া পাননি।

দুবৃত্তরা রাতের কোন এক সময় জালানার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে তার ঘর হতে ১৯ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০হাজার টাকা এবং ব্র্যাক কর্মকর্তার ঘর থেকে ২ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০হাজার টাকার ও অন্যান্য মালামালসহ প্রায় ২০লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ ও তার স্ত্রী চন্দনা রানী বৌদ্ধকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে খবর পেয়ে মডেল থানা পুলিশ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এ রিপোট লেখা পযন্ত ফকিরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন