মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে দুর্বৃত্তের গুলিতে যুবক মারাত্মক আহত

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে জাহিদ মীর নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তিনি উপজেলার কাকডাঙ্গা এলাকার শহীদ মোল্লার জামাই। শুক্রবার জুম্মার নামাজের পর কাকডাঙ্গা গ্রামে সাবেক কুদ্দুস মেম্বারের পুরনো বাড়ি সংলগ্ন এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে

এলাকাবাসী ও হাসপাতালে সূত্র থেকে জানা গেছে, কতিপয় দুর্বৃত্তের এলোপাথাড়ি গুলিতে মারাত্মকভাবে আহত হয় জাহিদ। আজ জুম্মা নামাজ শেষে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তাকে প্রাথমিক অবস্থায় ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।

এ ঘটনায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন তাকে দেখতে ফকিরহাট হাসপাতালে ছুটে আসেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন