মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় জাল টাকাসহ যুবক আটক

মোংলা প্রতিনিধি

জাল টাকাসহ এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। বুধবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশতলা বাজার থেকে এক হাজার টাকার ৩টি জাল নোটসহ মোঃ বাদশা খাঁন (২৩) নামের এক যুবককে আটক করা হয়।

আটক মোঃ বাদশা খাঁন উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আনসার খাঁন এর ছেলে।

মোংলা থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এসআই মোঃ রফিকুল ইমলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাশতলা এলাকা হতে এক হাজার টাকার তিনটি জাল নোটসহ মোঃ বাদশা খাঁন নামের ওই যুবককে আটক করে।

এ ব্যাপারে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন