মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় লবন পানি শোধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা প্রতিনিধি

খুলনার উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সুপেয় খাবার পানি সরবরাহের জন্যে মোংলায় লবনাক্ত পানি শোধন (রিভার্স অসমোসিস) পদ্ধতির দুটি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৮ অক্টোবর শনিবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বটতলা পুকুরপাড়ে শোষনাগার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার। এর আগে সকাল ১১ টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কামারডাঙ্গা এলাকায় আরও একটি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল।

মোংলাসহ উপকূলীয় অঞ্চলের এ জনপদে যুগ যুগ ধরে সুপেয় খাবার পানির তীব্র সংকট চলে আসছে। তাই পিকেএসএফ- এর পক্ষ থেকে শনিবার মোংলায় আপাতত দুটি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। প্রয়োজন অনুসারে এলাকার বিভিন্ন স্থানে আরও অন্তত ১৩ টির বেশি এরকম প্লান্ট বসানো হবে বলে পিকেএসএফ – এর ব্যবস্থাপনা পরিচালক ড.নমিতা হালদার বলেন।

প্রকল্পের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও তিনি জানান। প্রকল্পগুলো চালু হলে এ অঞ্চলের সুবিধা বঞ্চিত কয়েকলাখ মানুষের খাবার পানির দীর্ঘ সংকটের অবসান ঘটবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন