মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোল্লাহাটে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার বিকেলে মহাসড়কের কাহালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ এলাহী (২৪) মাইক্রোবাসের চালক ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের চালক মারা যান।’

আহত বাকিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন