মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে লাইসেন্স না থাকায় দুই চিংড়ি ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে লাইসেন্স না থাকায় চিংড়ি ব্যবসায়ি দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার রুপসা এ্যালাইড ফিস প্রোসেসিং কোম্পানিকে ৬০ হাজার এবং ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকার সততা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদলতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন। এসয়ম বাগেরহাট জেলা কৃষি বিপনন কর্মকর্তা সুজাত খান উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, লাইসেন্স না থাকায় চিংড়ি প্রক্রিয়াজাত কোম্পানি রুপসা এ্যালাইড ফিসকে ৬০ হাজার টাকা এবং সততা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠান দুটো সতর্ক করে দ্রুততম লাইসেন্স গ্রহন করতে বলা হয়েছে। লাইসেন্স না নিলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন