মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লখপুর এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি প্রাইভেটকার রাত তিনটার দিকে লখপুর এসে পৌঁছালে মালবাহী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক চাঁদপুরের নুরনগর এলাকার আলমগীর হোসেন(৪৪) নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন