মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভারতীয় সীমানায় উদ্ধার ৩২ জেলে মোংলায় ফিরেছে

নিজস্ব প্রতবেদক,বাগেরহাট ও মংলা প্রতিনিধি 

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতীয় জলসীমায় ঢুকেপড়া  ৩২ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ আগষ্ট ২০২২) সন্ধ্যায় উদ্ধার হওয়া জেলেরা মোংলা পৌছেছেন। এর আগে সকালে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ থেকে উদ্ধার করা জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটির কারণে ফিশিং ট্রলার “এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া” ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কর্তৃক ২০ আগস্ট   সকাল সাড়ে সাতটার সময় ভারতীয় জলসীমায় ১০ জন জেলেকে উদ্ধার করে এবং তাদের মাধ্যমে জানা যায় আরও মাঝি নিখোঁজ রয়েছে। পরবর্তীতে ভারতীয় কোস্ট গার্ড তাদের জাহাজের মাধ্যমে  নিখোঁজ জেলেদের টহল জোরদার করে এবং আরও ২২ জন জেলেসহ সর্বমোট ৩২ জনকে উদ্ধার করে।

ভারতীয় কোস্ট গার্ড মঙ্গলবার (২৩ আগস্ট)  দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে ৩২ জন জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন এর নিকট হস্তান্তর করেন।  এর পর বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ অপরাজেয় বাংলার মাধ্যমে  জেলেদের কোষ্টগার্ড মোংলা সদর দপ্তরে  আনা হয়।

রাতেই জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন