মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে অবৈধ মজুদকৃত সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে অবৈধ মজুদকৃত ৬ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ ও বাগেরহাট জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার সুমন সাহার গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।

অবৈধভাবে তেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী সুমুন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জব্দকৃত তেল ২৪ ঘন্টার মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির আদেশ দিয়েছে আদালত। বাগেরেহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরি এই ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

র‌্যাব-৬ এর সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার তাকের আনাম বান্না বলেন, কৃতিম সংকট তৈরি করে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির জন্য এই তেল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। তার গুদামে চারশ কার্টুনে ৬ হাজার ৫০০ লিটার তেল পাওয়া গেছে। অবৈধভাবে তেল মজুদের দায়ে কৃষি বিপনন আইন অনুযায়ী ব্যবসায়ী সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে অবৈধ মজুদ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেষ দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন