মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

লঘুচাপের প্রভাবে দিনে দু’বার প্লাবিত হচ্ছে সুন্দরবন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের থেকে ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন নদী ও খালে। যার ফলে দিনে দুই বার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে সুন্দরবনের বেশিরভাগ জায়গা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরের জোয়ারে তলিয়ে যায় সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা। তবে অস্বাভাবিক এই জোয়ারের পানিতে কোন প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, গেল দুইদিন ধরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আজকে দুপুরে পানি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানিতে করমজলসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তবে কোন প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বঙ্গপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে জোয়ারের পানি এভাবে বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানিতে দিনে দুই বার প্লাবিত হচ্ছে সুন্দরবন।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের মধ্য প্রদেশে অবস্থান করছে। ক্রমশ দূর্বল হয়ে যাচ্ছে। তারপরও লঘুচাপটির প্রভাবে সুন্দরবন, মোংলা সমুদ্র বন্দরসহ বঙ্গোপসাগর উপকূল জুড়ে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া জোয়ারের পানিও স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘন্টায় মোংলায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শনিবার নাগাদ বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন