মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা অসীম সরকার’র শেষকৃত্য সম্পন্ন

মোংলা প্রতিনিধি

স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা অসীম সরকার’র অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল ১১টায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালি গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা অসীম সরকার (৮৫) কে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।

এর আগে বুধবার রাত ৩ টায় খুলনার একটি হাসপাতালে কিডনি জনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন