মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট পালেরহাট নামক স্থানে গ্যাস বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আবু আহাদ শেখ (২৫) নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার (০৬ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি গ্যাস বোঝাই ট্রাক মোল্লাহাটের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে আরোহী আহাদ শেখ ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে থানা পুলিশ, হাইয়য়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নিহত আহাদ শেখ রামপালের ফয়লা এলাকার শওকত শেখের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন