মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সমাবেশ

রামপাল প্রতিনিধি

শুক্রবার জুম্মা বাদ মোহাম্মদ (সা) কে কটুক্তির প্রতিবাদে রামপাল সদরে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। ভারতীয় বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুসল্লীরা এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন।

রামপাল উপজেলার শ্রীফলতলা ঈদগা ময়দানে জুম্মা বাদ আশপাশের মসজিদগুলো থেকে দুই সহস্রাধিক মুসল্লী স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। তারা মিছিলসহকারে উপজেলা পরিষদের চত্বরে সমাবেশ করেন।এ সময় ভারতীয় বিজেপির ওই দুই মুখপাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনে ব্যর্থ হলে আরও কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেয়। মুসলমানরা নবী (সা.) এর অবমাননা মেনে নেবেন না। প্রয়োজনে শহীদ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এ সময় বক্তব্য দেন মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হেকায়েত হোসেন, হাফেজ তৈয়াবুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা আবু দাউদ শেখ, হাফেজ মাওলানা ইমরান হোসেন, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মো. হামীম নূরী। সমাপনী বক্তব্য দেন শেখ আহম্মদ আলী প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন