মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে পার্থ মিস্ত্রি (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জোবাই গ্রামে বাড়ির পার্শ্ববর্তী দীপংকরের মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত পার্থ একই গ্রামের চিত্ত রঞ্জন মিস্ত্রির ছেলে।

কচুয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, জোবাই গ্রামে বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন