মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পারিবারিক কলহের জেরে মোংলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোংলা প্রতিনিধি

পারিবারিক কলহের জেরে মোংলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। সোমবার (১৩ জুন) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর কাইনমারি এলাকায় নিহতের বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত শরীফ শেখ (২৫) কাইনমারি এলাকার মৃত আঃ মালেক শেখ এর ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শরীফ আত্মহত্যা করেছে। তার স্ত্রীর সাথে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিলো। এর আগেও তাদের মধ্যে পারিবারিক কলহ হলে স্থানীয় ভাবে সমাধান করা হয়।

নিহত শরীফ ৭ ভাই বোনের ভিতর সবার ছোট। তার ৮/৯ মাস বয়সি একটা ছেলে সন্তান রয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিহত শরীফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন