মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পেশাগত দায়িত্ব পালনের জন্য পুরস্কৃত হলেন এস আই অমিত বিশ্বাস

মোংলা প্রতিনিধি

সততা ও নিষ্ঠার সহিত পেশাগত দায়িত্ব পালনের জন্য মোংলা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাসকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় পুলিশি কার্যক্রমে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ যে সকল পুলিশ সদস্যগণ অবদান রেখেছেন তাদের মধ্যে মোংলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস’র হাতে আনুষ্ঠানিকভাবে এ প্রশংসাপত্র ও ক্রেস্ট তুলে দেন বাগেরহাট পুলিশ সুপার কে, এম, আরিফুল হক (পিপিএম)।

বাগেরহাট জেলা পুলিশ সুপার কে, এম, আরিফুল হক (পিপিএম)’র সভাপতিত্বে দিনব্যাপী এ সভায় আইনশৃঙ্খলা, অস্ত্র ও মাদক উদ্ধার, চৌকস কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে মোংলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস’র হাতে এ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পুরস্কারের পাশাপাশি যেকোনো খারাপ কাজের জন্যও কঠোর শাস্তি প্রদানের বিষয়টি পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দেন পুলিশ সুপার কে, এম, আরিফুল হক (পিপিএম)।

এসময় অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান ,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ী ও ক্যাম্পের আইসিগণ উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন