মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনে অনুপ্রবেশ, ট্রলার ও শুটকিসহ আটক ১

মোংলা প্রতিনিধি

সুন্দরবনে অনুপ্রবেশ করায় একটি ফাইভার ট্রলারসহ আবেয়ার (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ট্রলার থেকে জব্দ করা হয় ৯ বস্তা চিংড়ি শুটকী।

সোমবার দিবাগত রাতে সুন্দরবনের পশুর নদীর নন্দবালা এলাকা হতে ট্রলার ও শুটকীসহ ওই ব্যক্তিকে আটক করে বনে টহলরত বনরক্ষীরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন বনবিভাগের মরাপশুর টহল ফাঁড়ির কর্মকর্তা মোঃ অহিবুল ইসলাম জানান, সুন্দরবনের নদী-খালে ৩ মাসের জন্য সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ হওয়ায় অনুপ্রবেশ ঠেকাতে টহল বৃদ্ধি করা হয়।

তিনি বলেন, জেলেরা সাধারণত কাঠের তৈরি নৌকা ও ট্রলার ব্যবহার করে থাকে। তাই বনবিভাগের চোখ ফাঁকি দিতে মৎস্য দূর্বৃত্ত চক্রটি ফাইভার বোট যোগে শুটকী পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ বস্তা চিংড়ি শুটকী উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলার ও শুটকীসহ আটক আবেয়ারের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় জেলেরা অভিযোগ করেন কতিপয় ব্যক্তি বনে অনুপ্রেবশ করে বিষ দিয়ে মাছ শিকার ও বনের কাঠ পুড়িয়ে শুটকী তৈরি এবং পাচারের সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে চলতি প্রজনন মৌসুমে সুন্দরবনের মৎস্য প্রজাতির অপূরনীয় ক্ষতির আশংকা রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন