মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় মোঃ সাকিব হাওলাদার(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ মে) সকালে শরণখোলা উপজেলার পূর্বখাদা গ্রামে শিশুটি বাড়ির সামনের রাস্তায় বের হলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কার পরেই ইজিবাইক রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ সাকিব হাওলাদার পূর্বখাদা গ্রামের সুজন হাওলাদারের ছেলে। সে স্থানীয় বুরুজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, আমরা শিশুটির মরদেহ উদ্ধার করেছি। ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন