মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতি‌বেদক

বাগেরহাটের মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মোংলার সিকি সোনাইলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক আসামিরা হচ্ছেন, সোনাইলতলার মোঃ লেয়াকাত শেখের ছেলে মোঃ কামাল শেখ(২৩) ও মোঃ মোকসেদ হাওলাদারের ছেলে মোঃ লাভলু হাওলাদার(২৯)।

র‌্যাব জানায়, তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বাগেরহাটের মোংলায় ডাকাতি করার জন্য সংগঠিত হয়ে গোপনে অবস্থান করছে কয়েকজন ব্যক্তি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আভিযানিক দলটি একই তারিখ রাত দেড়টায় মোংলার সিকি সোনাইলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঝোপের ভিতর বৈঠক করা অবস্থায় আসামি কামাল ও লাভলু কে গ্রেপ্তার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের কাছে থাকা ৫টি ধারালো হাসুয়া, ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন