মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শরণখোলায় নদীর চরে অজ্ঞাত নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে নদীর চর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক ৭০। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় না থাকায় মরদেহ আঞ্জুমানে মফিদুলে দাফন করতে দেওয়া হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন