মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যুতে মামলা, আটক ১

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ভাতিজার দায়ের কোপে তার চাচা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ।২১ এপ্রিল বৃহস্পতিবার নিহতের বড় ভাই মল্লিক দেলোয়ার বাদী হয়ে ৪ জনকে আসামি করে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আসামীরা হলেন, একই গ্রামের মল্লিক ছত্তারের পুত্র মল্লিক আবু বকার, মৃত মল্লিক আজিত এর পুত্র মল্লিক ছত্তার, মল্লিক ছত্তারের আরেক পুত্র মল্লিক ওসমান এবং পাশ্ববর্তী শোলাকুড়া গাজী মাহবুবুল আলমের পুত্র গাজী আরাফাত হোসেন। আসামী আবু বকার এক্সিম ব্যাংক ফয়লা শাখায় কর্মরত। ঘটনার পর রাতে ঘটনাস্থল থেকে নিহত দিদারের পরিবারের লোকজন মল্লিক ছত্তারকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) আসর বাদ তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে যে, বুধবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ৮.৩০ টার দিকে আসামী মল্লিক আবু বকার ও তার পিতা মল্লিক ছত্তার দা এবং লাঠি নিয়ে দিদারের বসত বাড়িতে প্রবেশ করে দিদারের উপর অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে মল্লিক আবু বকার দা দিয়ে পেটে এবং পিঠে কোপ মারে এর ফলে দিদার ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। এসময় সেখানে তার এক ভগ্নিপতি শেখ মোতালেব সেখানে উপস্থিত ছিলেন। তার ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দিদার উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই (গাববুনিয়া)  গ্রামের মল্লিক ইউনুসের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ শামসুদ্দিন সাংবাদিকদের জানান যে, আসামীদের একজনকে আটক করা হয়েছে এবং বাকীদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।
খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন