মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কচুয়ায় লাইসেন্স বিহীন করাত কলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় লাইসেন্স না থাকায় দুটি করাত কলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে কচুয়া উপজেলার ফতেপুর বাজারে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন।

অর্থ দন্ডপ্রাপ্তরা হলেন ফতেপুর বাজারের সমিল মালিক জাহিদুল ইসলাম শেখ এবং মোঃ আবু।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার মারজানা আক্তার বলেন, লাইসেন্স না নিয়ে সমিলের ব্যবসা পরিচালনা করছিলেন দন্ডপ্রাপ্ত দুইজন। এই অপরাধে করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২ এর অধীনে জাহিদুল ইসলাম শেখকে ১০ হাজার টাকা এবং মোঃ আবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বাগেরহাট শহরের সুপারিপট্টি, নাগেরবাজার এলাকায় খোলা স্থানে সালফার পোড়ানোর বিষয়ে সচেতন করা হয় এবং স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সাথে কথা বলা হয়।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন