সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা গেজেটের প্রতিনিধি ওয়াসিম আরমান’র মেয়ে আরাবি আর নেই

নিজস্ব প্রতি‌বেদক

খুলনার বহুল আলোচিত জনপ্রিয় অনলাইন পোর্টাল খুলনা গেজেট এর মোংলা প্রতিনিধি বিএম ওয়াসিম আরমান এর একমাত্র কন্যা শিশু আরবি আফসিন আর নেই।

গত ৪/৫ দিন ধরে জ্বর সর্দি, কাশি নিয়ে অসুস্থ্য হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য খুলনা শিশু হাসপাতালে নেয়া হলে সেখানকার ডাক্তাররা তার শারীরিক পরিক্ষা নিরিক্ষা করে জানতে পারেন বাচ্চাটি জন্ডিসের সমস্যা কারনে লিভার ইনফেকশন সহ নানা সমস্যায় ভুগছেন। পরে তার অবস্তার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টা ৩০মিঃ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল দুই মাস ১৩ দিন

আজ শনিবার (১৯ মার্চ) সকাল ৯টায় তার নামাজের জানাজা শেষে মোংলা কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন