মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় ৯৩ মন চোরাই গম জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলা অটোরাইস মিলের তুষের গোডাউন থেকে ৭৫ বস্তা চোরাই গম জব্দ করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) বিকেলে মোংলা উপজেলার মাদরাসা রোড এলাকার হাজী আব্দুল অটো রাইস মিলের তুষের গোডাউন থেকে এই গম জব্দ করা হয়।

এসময় গম চোরাচালানের সাথে জড়িত সন্দেহে মোঃ আছাদুল মন্ডল (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৭৫ বস্তায় ৩ হাজার ৭৫০ কেজি অর্থ্যাৎ ৯৩দশমিক ৭৫ মন গম ছিল। গমগুলো বিভিন্ন জাহাজ থেকে চুরি করে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক মোঃ আছাদুল মন্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পুরনদর গ্রামের মোঃ সাজু মন্ডলের ছেলে। সে মোংলা উপজেলার কুমারখালী এলাকার বাবুল আক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। মোংলা এলাকায় তার গমসহ নানা ব্যবসা রয়েছে বলে দাবি করেছেন মোঃ আছাদুল মন্ডল।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অটোরাইস মিলের তুষের গোডাউন থেকে ৭৫ বস্তা গম জব্দ করা হয়েছে। এর সাথে জড়িত থাকার অপরাধে মোঃ আছাদুল মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি দাবি করেছেন এই গমগুলো জাহাজ থেকে জালি বোটে করে আনা হয়েছিল। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন