সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শরণখোলায় ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা!

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ঋণ পরিশোধের চাপ সামলাতে না পেরে চিরকুট লিখে আ.হক (৩৩) ওরফে আব্দুল্লাহ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (১৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

থানা ও পরিবার সূত্রে জানা যায়,  আ.হক উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত আব্দুল হাসেম প্যাদার ছেলে। তিনি নলবুনিয়া বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। দীর্ঘ দিন ধরে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মুদি ও চা বিস্কুটের ব্যবসা করতেন। এক সময় আ. হক ঋণগ্রস্থ হয়ে পড়ে। এই ঋণের বোঝা তাকে মানসিক ভাবে অসুস্থ করে তোলে।

স্থানীয় যুবলীগ নেতা মো.জাহিদুল ইসলাম মোস্তফা বলেন, কয়েকদিন ধরে আ. হককে বিষন্ন মনে হয়েছিল। রোববার রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে তার স্ত্রী রিনা বেগমকে বলে ‘আমি আর পৃথিবীতে থাকবো না চলে যাচ্ছি মেয়েকে দেখে রেখো। আমার কাছে কারা কত টাকা পাবে এবং আমি কার কাছে কত পাবো সব খাতায় লিখে রেখেছি’ এই ছিল তার শেষ কথা। এর কিছুক্ষণ পর আ. হক নিজের থাকার ঘরে গিয়ে চাল পোকা মুক্ত করার ট্যাবলেট খেয়ে বমি শুরু করে। পরে তার স্ত্রী রিনা বেগম প্রতিবেশিদের খরব দেয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তির আধা ঘন্টা পরে তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন