বাগেরহাটের কচুয়ায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার বাধাল বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নকীব লুতফর রহমান, মসনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দে, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফয়সাল ওহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস আহমেদ।
নির্যাতিতা শিক্ষার্থীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দে বলেন, আমার বিদ্যালয়ের একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে যে বখাটেরা নির্যাতন করেছে তাদের কঠোর বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যহত থাকবে। এছাড়া সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান তিনি।
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার বলেন, ধর্ষকদের বিচারের দাবীতে সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছে। আওয়ামী লীগ কখনো অন্যায়ের প্রশ্রয় দেয়না। অবিলম্বে এই ধর্ষকদের কঠোর বিচার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি রাতে ওই স্কুল ছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের স্থানীয় চার বখাটে শিক্ষার্থীকে ধর্ষণ করে। গুরুত্বর আহত অবস্থায় ২৫ ফেব্রুয়ারি রাতে ওই শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
এঘটনায় ২৬ ফেব্রুয়ারি বিকেলে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি মামলা করেন। ইতিমধ্যে কচুয়া উপজেলার শাখারিকাঠি এলাকা থেকে মামলার অন্যতম আসামী এজাজুল মোল্লা (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনা গেজেট/ এস আই

