সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

চুলকাঠিতে ট্রাক চাপায় নৌ-বাহিনী কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ট্রাক চাপায় ফিরোজ নামের এক নৌ বাহিনী কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোংলা যাওয়ার পথে মদরের চুলকাঠি বাজারে পৌছালে বিপরীত থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মারা যায়। তার মাথা থেতলে গেছে।

দুর্ঘটনার খবরে কাটাখালি হাইওয়ে পুলিশ, চুলকাঠি পুলিশ ফাড়ি এবং বানৌজা মোংলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছে। এদিকে স্থানীয় জনতা ট্রাক সহ চালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত ফিরোজ বাংলাদেশ নৌবাহিনীতে লেফট্যানেন্ট পদে কর্মরত ছিলেন। বানৌজা মোংলা ঘাটিতে সে কর্মরত ছিলেন। রাতে নিজ স্ত্রীকে কাটাখালি থেকে গাড়িতে তুলে দিয়ে মোংলা অফিসে ফিরছিলেন তিনি। তবে ফিরোজের পুরো পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চুলকাঠি পুলিশ ফারির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ওলিয়ার রহমান বলেন, কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা ফিরোজ। চুলকাঠি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকার চাপায় ফিরোজের মাথা থেতলে যায় এবং সে ঘটনাস্থলে মারা যায়।

ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন