সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শরণখোলায় পুকুরে ১০ফুট লম্বা অজগর

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ের এক পুকুর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জীতেন গাইনের পুকুর থেকে ওয়াইল্ড টীম ও ভিটি আরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া অজগরটিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আঃ মান্নান বলেন, স্থানীয় বনপ্রাণি সুরক্ষা বিষয়ক সংগঠন ওয়াইল্ড টীম ও ভিটি আরটির সদস্যরা অজগরটিকে উদ্ধার করে আমাদের খবর দেয়। বনরক্ষীদের সহায়তায় অজগরটিকে নিয়ে এসে বনে অবমুক্ত করেছি। ১০ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১০ কেজি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন