সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

চিতলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সরদার রাইত নামে সাড়ে তিন বছর বয়সের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

মৃত শিশু রাইদা চিতলমারী উপজেলার যুবলীগ নেতা কচি সরদারের ছোট ছেলে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বাড়ির পিছনের একটি ডোবা পুকুর থেকে পরিবারের লোকজন তার মৃতদেহ উদ্ধার করে।

চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইব্রাহীম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

যুবলীগ নেতার শিশু পুত্রের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সবুজ সংঘ ক্লাবের সভাপতি মো. শামিম আনোয়ার বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক শেখ জাহিদুজ্জামান জাহিদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম সুলতান সাগর ও দপ্তর সম্পাদক প্রদীপ মন্ডল প্রমূখ।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন