সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

র‌্যাবের অভিযানে রামপালে প্রতারক আটক

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৬ ৷ রবিবার (২১ নভেম্বর) বিকেল ৩ টার দিকে উজলকুড় ফকিরবাড়ী হতে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তির নাম এস এম আবু জাফর (৫৪) ৷ সে রামপাল উপজেলার উজলকুড় গ্রামের মোঃ এবাদ আলী শেখ এর পুত্র ৷

র‌্যাব ৬- জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উজলকুড় এলাকায় জালিয়াতি চক্রের সন্ধান পায় র‌্যাব ৷ যে বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর নকল করে প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় উজলকুড় ফকিরবাড়ী হতে তাকে আটক করা হয় ৷

এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর, সীলপ্যাড, ফাঁকা ষ্ট্যাম্প, কোর্ট ফি ষ্ট্যাম্প, এস এ খতিয়ান এর কপি, আরএস খতিয়ানের কপি, জমির বিভিন্ন দলিলপত্র ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয় ৷ গ্রেপ্তারকৃত আসামীকে রামপাল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে ৷

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন