সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলার ফুটপাতে শীতবস্ত্রের দোকান, ভীড় জমাচ্ছে নিম্ন আয়ের মানুষ

মোংলা প্রতিনিধি

শীতকে সামনে রেখে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতের ব্যবসায়ীরা। মোংলা পৌর শহরের মেইন রোডের দুই পাশে ভাসমান দোকানগুলিতে শীতের কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

ফুটপাথে বসে গরম কাপড় বিক্রি করা ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবার শীত একটু আগে আসতে শুরু করেছে, যে কারণে তারা আগাম প্রস্তুতি নিয়ে এবার গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছে।

শীতের পোশাক কিনতে আসা মল্লিকা দেবি বলেন, শহরের তুলনায় এবার গ্রামে শীত বেশি মনে হচ্ছে, তাই বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসেছি। বড় দোকানের তুলনায় এখানকার কাপড়ের দাম কিছুটা কম তাই এখান থেকে নিজেদের সামর্থ অনুযায়ি শীতের কাপড় কেনার চেষ্টা করছি।

শীতের কাপড় ব্যবসায়ী রাজু জানান, গত বছরের চাইতে এবার মালের দাম কিছুটা বেশি দিয়ে কিনতে হচ্ছে, শহরের কাস্টমার কিছুটা কম হলেও গ্রামের লোকজন শীতের কাপড় কিনতে ভীড় করছেন। আশা করছি শীত বাড়ার সাথে সাথে এবছর ব্যাবসা ভালো হবে।

জামাল হোসেন নামের এক ক্রেতা জানান করোনার কারণে এবার অর্থনৈতিক ভাবে খুব সমস্যায় আছি, শুনতেছি এবার নাকি শীত বেশি পড়বে তাই নিজের জন্য ও পরিবারের সদস্যদের জন্য এখান থেকে কাপড় কিনছি। বড় বড় দোকানের তুলনায় এখানে দাম কিছুটা কম।

মোংলা বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ খোকন বলেন শীতকে সামনে রেখে আমরা দেশি বিদেশি কম্বল, জ্যাকেট, সোয়েটারসহ নানা ধরনের কাপড় এনেছি, আশা করছি শীতের প্রভাব বৃদ্ধি পেলে আমাদের কেনাবেচার ব্যস্ততা শুরুহবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন