সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরীতে বিস্ফোরণ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরী বয়লারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজস্থ বসুন্ধরা গ্রুপের এলপিজি গ্যাস ফ্যাক্টরীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে অন্তত ৬ জন আহত হয়েছে। ফ্যাক্টরীর পক্ষ থেকে কেউ কোন কথা বলছে না। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানায়নি ফ্যাক্টরী কর্তৃপক্ষ।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে দুই জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, মোংলার শেয়ালা বুনিয়া থানা এলাকার মোঃ শাহ আলমের ছেলে মোঃ সাইফুল (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৮), খুলনার বটিয়াঘাটার নুরল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের সোনাতুনিয়ার ইনসান শেখের ছেলে আজিম(৩১), রামপাল পেডিখালী এলাকার মোঃ আরোজ আলীর ছেলে ইমরান(২৯) ও রামপালের পেরিখালী এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার(২৮)।

তাদের মধ্যে রাত সাড়ে ৯ টার দিকে অ্যাম্বুলেন্সে নুর আলম (২৬) ও হাসান সিকদারকে (২৮) ঢাকার উদ্দেশ্যে প্রেরণ করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমাদেরকে ফ্যাক্টরীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানতে দ্বিগরাজ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, বিভিন্ন মাধ্যমে দ্বিগরাজ এলাকার একটি গ্যাস ফ্যাক্টরীতে দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু আমাদের কোন ইউনিটকে তারা জানায়নি।

খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালিদ আঞ্জুম জানান, দগ্ধ ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ওই দুই জনের ৬০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকী চারজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/ এস আই/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন