বাগেরহাটের ধর্ষণ চেষ্টা মামলায় শংকর মৌলিক (৫১) নামের এক ব্যক্তিকে ৭ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোঃ নুরে আলম এই দন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে আসামীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয় আদালত।
দন্ডাদেশ প্রাপ্ত শংকর মৌলিক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জঘন্নাত মৌলিকের ছেলে।দন্ডাদেশ প্রাপ্ত মৌলিক দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
মামালা সূত্রে জানা যায়, ধর্ষণ চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এক নারী ২০১৭ সালের ২২ জুলাই শংকর মৌলিকের নামে মামলা দায়ের করেন। একই বছর ৪ ডিসেম্বর শংকর মৌলিককে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশীট দাখি করে পুলিশ। পরবর্তীতে দীর্ঘ শুনানী ও ১০ জন সাক্ষির স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৪) (খ) ধারা এই দন্ডাদেশ দেন আদালত।
খুলনা গেজেট/এএ

