সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট মডেল থানার কনষ্টেবল মাসুদ আলী খান (৩৪) ডিউটিরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, পুলিশ সদস্য মাসুদ আলী আকস্মিক অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাসুদ আলী গোপালগঞ্জের বোয়ালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে থানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন