সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে যুবদলের উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মোরেলগঞ্জ উপজেলা ও মোরেলগঞ্জ পৌর শাখার আহবায় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

২১ সেপ্টেম্বর রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোরেলগঞ্জ উপজেলায় আহ্বায়ক শামীম হোসেন টিটো সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগ। এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ আলী আজিম বাবুল এবং ১ম সদস্য এস এম শামীম আহসানকে রাখা হয়েছে।

মোরেলগঞ্জ পৌর শাখায় আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু। এছাড়াও সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্বাস মুন্সি, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামকে ঘোষণা দেয়া হয়েছে।

জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় কেদ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত একটি সাংগঠনিক সভায় এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। সভায় খুলনা বিভাগীয় সাংগাঠনিক টিম প্রধান, সাধারণ সম্পাদকসহ বাগেরহাট জেলা যুবদলের সভাপতি হারুনুর রশিদ হারুন এবং সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন