সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় জেলেদের দুর্যোগ প্রতিরোধক সামগ্রী বিতরণ

মোংলা প্রতিনিধি

দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য মোংলা উপকূলীয় অঞ্চলে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেডিও, টর্চলাইট ও কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টগার্ড এর মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা বেইজে ৩০ জন জেলেদের হাতে এসব সামগ্রী তুলে দেন সংস্থাটির প্রধান।

এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন শাজাহান সিরাজসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে ধারাবাহিক বিতরণের অংশ হিসেবে আজ জেলেদের মাঝে এসব সামগ্রী বিতরণ হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন