সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবন ৪ টি ফিশিং ট্রলার সহ ৪৪ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

পাশ পারমিট ছাড়া সুন্দরবনে প্রবেশ করে মাছ আহরণের অপরাধে চারটি ফিশিং ট্রলার ৪৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোরা রেঞ্জের দুবলা এলাকা থেকে এদেরকে আটক করা হয়। এসময় ফিশিং ট্রলারে থাকা বিপুল ইলিশ আহরণের জাল জব্দ করে বনরক্ষীরা। আটক জেলেরা পিরোজপুর জেলার ইন্দুরকানী এলাকার বাসিন্দা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোন প্রকার পাশ পার্মিট ছাড়া সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে মাছ আহরণ করছিলেন আটক জেলেরা। এসব জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন