সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত, আহত ২

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের খুলনা মাওয়া মহাসড়কে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। মাক্রো কাউন্টারের সামনে সোমবার বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকাল ৪টায় খুলনা মাওয়া মহাসড়কে রাজীব পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিদের ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভ্যান চালক রিয়াজ (২৫) কে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত রিয়াজ সৈয়দ মহল্লা গ্রামের আইনাল শেখের পুত্র। এসময় আহত হয় ভ্যানের যাত্রী চিতলমারি উপজেলার শান্তিখালী গ্রামের আবু তালেবের পুত্র সুমন খা (২০), ফকিরহাটের পাইকপাড়া এলাকার জব্বার শেখের পুত্র মিলন (৩০)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন