শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোল্লাহাটের মধুমতি নদীতে গোসল করতে নেমে শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে বেল্লাল মোল্লা (২৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই শ্রমিক। নিখোঁজের খবর পেয়ে বাগেরহাট, ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ বেল্লাল মোল্লা মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে জাহাজ বা কার্গো থেকে সিমেন্ট খালাসের কাজ করত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। খুলনার ডুবুরী দলও উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিখোজ শ্রমিককে এখনও পাওয়া যায়নি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন