সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২
আজও কেঁদে বেড়াচ্ছে স্বজনেরা

মোড়েলগঞ্জে লঞ্চ ডুবির এক বছরেও সন্ধান মেলেনি আলকাছের

মোড়েলগঞ্জ প্রতিনিধি

ঢাকার মাওয়া ঘাটে লঞ্চ ডুবিতে নিহত শ্রমিক মোড়েলগঞ্জের আলকাছ শেখ (৪২)। এক বছর অতিবাহিত হলে আজও সন্ধান মেলেনি তার। এখনও কেঁদে বেড়াচ্ছে পরিবার পরিজনেরা।

জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের মৃত আব্দুল হাকিম শেখের ছেলে আলকাছ শেখ। সংসারে অভাবের তাড়নায় দীর্ঘ ২০/২৫ বছর ধরে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন তিনি। ২০২০ সালের ৮ জুলাই গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে মাওয়া ঘাটে পারাপারে দুর্ঘটনায় লঞ্চ ডুবিতে নিহত হয়। অনেক খোঁজাখুজি করেও তখন তার লাশের সন্ধান মেলেনি। পরবর্তীতে স্ত্রী কচি আক্তার মোড়েলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন (ডায়রি নং-৪৭২, তারিখ-১২/১০/২০২০।

স্বামী হারা আলকাছ শেখের স্ত্রী কচি আক্তার ও স্কুলছাত্র ছেলে আশরাফুল শেখ (১৬) অশ্রু নয়ন চোখে জানান, এক বছর অতিবাহিত হলেও আজও তারা অপেক্ষায় আছেন আলকাছ কখন ফিরবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন