শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোড়েলগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে অর্থদন্ড

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে অবৈধপথে সংযোগ নিয়ে বিদ্যুৎ চুরির দায়ে শহিদুজ্জামান শহিদ নামে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

রবিবার বেলা ১২ টার দিকে পৌরসভার বয়রাতলা এলাকার বাসিন্দা শহিদকে হাতেনাতে ধরে ফেলেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ও মোবাইল কোর্ট পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী হাসান।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ মোড়েলগঞ্জ জোনাল ডিজিএম এবিএম মিজানুর রহমান বলেন, পুলিশের সহযোগীতায় দলটি শহিদের বাসভবনে অভিযান চালায়। এ সময় বৈধ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ ধরা পড়ে। সে কারণে মোবাইলকোর্ট তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন