সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

চিতলমারীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা প্রত্যন্ত গ্রামে অভিযান চালিয়ে  বাল্যবিবাহ পন্ড করেছেন। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বড়বাড়িয়া-পরানপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী ওই কিশোরী স্কুল ছাত্রীকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর পক্ষের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায়াসহ উভয় পক্ষের মুচলেকা নেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। বরপক্ষকে ৩ হাজার টাকা জরিমানাসহ উভয় পক্ষের মুচলেকা নেয়া হয়েছে। ওই কিশোরী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না।

উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাপুর গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রীর সংগে একই গ্রামের মৃত আসাদ শেখের ছেলে সিজান শেখের (৩০) বিয়ের আয়োজন চলছিল।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন