শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কচুয়ায় ডাব ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও কচুয়া প্রতিনিধি

কচুয়ায় আকবর শেখ নামের এক ডাব ব্যাবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে উপজেলার সাইনবোর্ড-বকুলতলা সড়কের মেগনিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের স্বজনরা জানান, ডাব ব্যবসার কাজ শেষে বাধাল বাজার থেকে ফতেপুর বাজারের নিজ আড়তে ফেরার সময় পুর্বপরিকল্পিতভাবে এলাকার চিহ্নিত ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পথরোধ করে হামলা চালায়। এসময়ে আকবর শেখের মাথায়, চোঁখের নিচে, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে জখম করে। স্থানীয়দের ডাক চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় আহত আকবরকে উদ্ধার করে প্রথমে বাধাল বাজারের একটি ক্লিনিকে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত আকবর শেখ উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যতদূর ধারণা করছি হামলাকারীদের সাথে ব্যবসায়ী আকবরের পূর্ব বিরোধ রয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন