শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

লকডাউনের বিধি অমান্য করায় সাত ব্যবসায়ীর জেল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও মোরেলগঞ্জে প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ৭ ব্যবসায়ীকে ৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে মোরেলগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ব্যবসায়ী মো. শাহিন (২২), শহিদুল ইসলাম (৩৯), ইব্রাহিম শেখ (৩৫), মো. মিজানুর রহমান(৩৮), মামুন শেখ (৩০), রফিকুল ইসলাম (৪০) ও আব্দুল খালেক শেখ (৬০) কে পাঁচ দিনের কারাদন্ড দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান।

বিজ্ঞ আদালতের বিচারক বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খুলে রেখেছে এসব ব্যবসায়ীরা। এ অপরাধে প্রত্যককে ৫ দিন করে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন