শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

৪৮ ঘন্টা পর মোংলা বন্দরে ফের কাজ শুরু

মোংলা প্রতিনিধি

দুর্যোগ কাটতে শুরু করায় টানা ৪৮ ঘন্টা পর মোংলা বন্দরে বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ আবার শুরু হয়েছে। শুক্রবার সকালের পালায় শ্রমিক বুকিং দিয়ে এন্টিগুয়া বাকুড়া পতাকাবাহী জাহাজ এম,ভি আননা, নেদারল্যান্ড পতাকাবাহী এম,ভি সোয়ার পার্টনার, মেশিনারি ও টুবালো পতাকাবাহী জাহজ এম,ভি ওয়ার্ল্ডইরা-৬ এ সিমেন্টের কাঁচামাল স্লাগ খালাস করার মধ্যে দিয়ে কাজ শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের টিআই (ট্রাফিক ইনচার্জ) সমির কুমার দত্ত বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় বাকী ছয়টি জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ শুরু হয়। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওইসব জাহাজের পণ্য খালাস বন্ধ রাখা হয়।

এদিকে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্দরে অবস্থানরত সকল বিদেশী জাহাজগুলোতে কাজ শুরু হয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন