শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কচুয়ায় এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কচুয়া প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া এতিমখানায় অবস্থান করা শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল। শুক্রবার সকালে উপজেলার মঘিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং এ থাকা এতিমদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল বলেন, দুর্যোগকালীন সময়ে এতিম শিশুরা যাতে খেয়ে থাকতে পারে, এজন্য তাদেরকে এ সহায়তা দেয়া হয়েছে। আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে। সেই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান তিনি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন