শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১৩৮ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৯৬ শতাংশ।

এই নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬০ জনে। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২১ জনের। আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১১১ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭৪০ জন।

গেল ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১৯, কচুয়া ১, ফকিরহাট ৬, মোল্লাহাট ১৩, চিতলমারি ৩, শরণখোলা ৪ এবং মোংলা ৫ জন রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময়ে আক্রান্ত হয়েছে ৫২ জন। মৃত্যু ও আক্রান্তের হার এইভাবে নিম্নমুখি রাখার জন্য আরও বেশি সময় ধরে স্বাস্থবিধি মেনে চলতে হবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। নিম্নমুখি শুনে গা ভাসিয়ে না দেওয়ার আহবান জানান তিনি।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন